ঝালকাঠি প্রেসক্লাবের কুক্ষিগত কমিটি ভেঙ্গে দিয়ে সকল পেশাদার সাংবাদিকদের নিয়ে প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠনের দাবিতে গনস্বাক্ষর কর্মসূচী পালন করেছে ঝালকাঠির সাংবাদিকরা।
স্থানীয় ছয়টি সাংবাদিক সংগঠনের সমন্বয় গঠিত “সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১১টা থেকে দিনব্যাপী ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত গনস্বাক্ষন কর্মসূচীতে সংহতি জানিয়ে মুক্তিযোদ্ধা, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, মসজিদের ইমাম, ছাত্র নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সাংবাদিকদের দাবির সাথে একমত হয়ে স্বাক্ষর প্রদান করেন।
উল্লেখ্য ঝালকাঠি প্রেস ক্লাবের কমিটি পূনর্গঠনের দাবিতে সাংবাদিকদের মাসব্যপী নানা কর্মসূচীর অংশ হিসেবে এ গনস্বাক্ষর কর্মসূচী পালিত হয়।
এর আগে একই দাবিতে সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাংবাদিকরা।