196 বার পঠিত
ঝালকাঠি প্রতিনিধি > ঝালকাঠি জেলা পরিষদের বিনা প্রতিদ্বদ্বিতায় নব নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির’কে সংবর্ধনা দিয়েছে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি।
সোমবার রাতে টেলিভিশন সাংবাদিক সমিতি কার্যালয় পনিরকে ফুল ও ক্রেস্ট দিয়ে সন্মাননা জানায় টেলিভিশন সাংবাদিক সমিতির সদস্যরা। এ সময় খান সাইফুল্লাহ পনির প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের পেশাগত কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে সমিতির নির্বাহী সদস্য হাসনাইন তালুকদার দিবসের উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কুমার কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল সহ আরো অনেকে।