163 বার পঠিত
ঝালকাঠি সংবাদদাতাঃ ঝালকাঠির মধ্যচাঁদকাঠি ফকির বাড়ির মরহুম মো: মধু শাহ ফকির এর সেজো ছেলে আনোয়ার ফকির(৫০) দুবাইতে ইন্তেকাল করেন’ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ ২৫ আগষ্ট ২০২৩ তারিখ বাংলাদেশ সময় ৯ টা ৩০ মি: সময় দুবাই এর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন।
তিনি কিডনি ও হার্টের সমস্যাজনিত রোগে দীর্ঘদিন যাবত ভুগতেছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ১ কন্যা ও ১ পুত্র সন্তান, আত্মীয়সহ ও অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
রবিবার (১০ সেপ্টেম্বর ২০২৩) দুপুর ২টায় দুবাই থেকে বিমানে বাংলাদেশে লাশ পৌছালে ওই দিন বাদ আছর ঝালকাঠির চাঁদকাঠি এবাদুল্লাহ জামে মসজিদের ইদগাহ মাঠে শেষ জানাযা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে ঝালকাঠি পৌরসভার পুরাতন গোরস্থানে দাফন করা হয়। তিনি পূর্ব চাঁদকাঠির একতা যুব সংঘ ও পাঠাগারের প্রতিষ্ঠাকালিন সদস্য ছিলেন।