70 বার পঠিত
ঝালকাঠি প্রতিনিধি> কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক সাবেক মন্ত্রী আমির হোসেন আমু’র প্রয়াত পিতা মোয়াজ্জেম হোসেন’র ৫৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মৃত্যু বার্ষিকী উপলক্ষে এমপি আমির হোসেন আমু’র পরিবারবর্গের পক্ষ থেকে মঙ্গলবার বাদ যোহর মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।
ঝালকাঠি আমতলা রোডস্থ আমির হোসেন আমু’র বাসভবনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রয়াত মোয়াজ্জেম হোসেন ও তার সহধর্মিণী আকলিমা বেগম এর রুহের মাগফেরাত কামনায় মিলাদ, দুরুদপাঠ এবং দোয়া মুনাজাত করা হয়।
মিলাদ ও দোয়ার পুর্বে প্রয়াত মোয়াজ্জেম হোসেন ও আকলিমা বেগমের জীবনাদর্শ নিয়ে আলোচনা করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল শরিফ ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু সাধারন সম্পদ পারভেজ । অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌর, এবং ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।