26 বার পঠিত
ঝালকাঠি ঝালকাঠি জেলা বিএনপির আয়োজনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দিকনির্দেশনামূলক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী হলরুমে এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, সদর উপজেলা সভাপতি এজাজ হাসান, পৌর সভাপতি এডভোকেট নাসিমুল হাসান, নলছিটি উপজেলা সভাপতি এডভোকেট আনিচুর রহমান খান হেলাল, পৌর সভাপতি মজিবুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন, ধর্মীয় ব্যক্তিত্ব এডভোকেট অমল কুমার দাস, সুশীল ব্যক্তিত্ব প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান।
এসময় প্রধান অতিথি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জেলার সর্বাত্মক শান্তি শৃঙ্খলা সুষ্ঠ স্বাভাবিক রাখার জন্য বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের প্রতিনিধিরা ধর্মীয় উপাসনালয়ে পাহাড়া দিবেন। একশ্রেণির দুষ্কৃতিকারীরা অপকর্ম করার প্রচেষ্টা চালাচ্ছে। সবাইকে এক হয়ে দেশের সম্পদ, জনতার সম্পদ, জান-মালের নিরাপত্তায় কাজ করতে হবে।