1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
ঝালকাঠিতে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন - দৈনিক দেশেরকথা
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৫:৪৮ পূর্বাহ্ন

ঝালকাঠিতে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন

ইলিয়াস খান
  • প্রকাশ বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

 66 বার পঠিত

ঝালকাঠি প্রতিনিধি> খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন এবং খোলা বাজারে চাল বিক্রয় (ও.এম.এস) শুরু হয়েছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সারে ৯ টায় এ কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বেধন করেছেন। ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী আমির হোসেন আমু।


ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কর্মসুচির উদ্বোধন ও প্রধান অতিথির বক্তৃতা করেছেন আমির হোসেন আমু।
জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ, ঝালকাঠির আয়োজনে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পরিচালনায় ওএমএস ও টিসিবি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যেই এ আয়োজন করার হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।


জেলা প্রশাসক মো. জোহর আলী এই অনুষ্ঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এন.ডি.সি) অংছিং মারমা, খাদ্য অধিদপ্তরের মো. সহযোগী গবেষনা পরিচালক মো. ইসমাইল মিয়া, জেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হোসাইন, গাবখান-ধানসিড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম মাসুম, নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর সরদার,  সহ অনেকে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শেষ পর্বে প্রেস ব্রিফিং করেছেন জেলা প্রশাসক মো. জোহর আলী। ব্রিফিংয়ে ডিসি জানান, ‘ও.এম.এস এর আওতায় ৩০ টাকা কেজি দরে চাল  ক্রয় করতে পারবেন সাধারণ মানুষ। এছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডধারীদেরও দেওয়া হবে ওএমএসের চাল। জেলায় ১২টি কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন ২৪ টন ওএমএসের চাল বিক্রি করা হবে। জনপ্রতি ৫ কেজি করে ৪ হাজার ৮’শ মানুষ দৈনিক এ সুবিধা পাবেন।


একই সংঙ্গে জেলার চারটি উপজেলার ৩২ হাজার ১’শ ৪০ পরিবারকে প্রতিমাসে ১৫ টাকা কেজি দরে চাল দেওয়ার খাদ্যবান্ধব কর্মসূচিও শুরু হয়েছে। টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা ওএএস কেন্দ্রে আলাদা রাইনে দাঁড়িয়ে চাল নিতে পারবেন।’


অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মইন তালুকদার।
 

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২১ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park