115 বার পঠিত
ঝালকাঠিতে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় খরিফ-২/২০২৩-২৪ বাস্তবায়িত প্যাটার্নভিত্তিক (সূর্যমুখী-পতিত-রোপা আমন) প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১২ টায় গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় অনুষ্ঠিত সভায় ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের তেলবীজ ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার রথীন্দ্র নাথ বিশ্বাস, কৃষিবিদ ইসরাত জাহান মিলি, গাবখান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম মামুন প্রমুখ।
সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গাবিন্দ লাল কুন্ডেুর সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সরিষা-সূর্যমুখী সহ বিভিন্ন প্রকারের রবি শস্য ও ধান আবাদের সুফল , রোপনের পদ্ধতি সহ নানা পরামার্শ দিয়ে কৃষি দপ্তরথেকে কৃষকদের সকল প্রকার সহযোগীতার মাধ্যমে পাশে থাকার কথা জানান এবং সৃর্যমূখী ও সরিষা আবাদে কৃষকদের উৎসাহিত করেন। পরে একই ইউনিয়নের বৈদারাপুরেও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।