38 বার পঠিত
ঝালকাঠি জেলা জাতীয়তাবাদী ওলামা দলের কমিটিতে স্থান পেয়েছেন ওলামা লীগের সাবেক এক নেতা। বৃহস্পতিবার (৬মার্চ) ওলামা দলের কেন্দ্র থেকে ২৫ সদস্য বিশিষ্ট ওই ঘোষণা করা হয়েছে।
কমিটিতে দেখা যায়, মাওলানা নেয়ামত উল্লাহ নামে একজনকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। যিনি এর আগে জেলা ওলামা লীগের সদস্যসচিব ছিলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে।
এ বিষয়ে জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ছাইদুর রহমান বলেন, ‘জেলা ওলামা দলের কমিটি করার পূর্বে বিভিন্নভাবে উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছি। তাদের দেওয়া মতামত ও সুপারিশের ভিত্তিতে নামের চূড়ান্ত তালিকা করে কেন্দ্রে পাঠিয়েছি। তারা সেই কমিটি অনুমোদন দিয়েছে। নেয়ামতের নাম কমিটির মধ্যে কীভাবে ঢুকলো তা বুঝতে পারছি না। তাকে এ কমিটি থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে।’
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত অনেকে এখন বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলোতে ভিড়ছেন। প্রেক্ষাপট পরিবর্তনের পরে অনেকেই বিভিন্ন ছদ্মবেশে অবস্থান নিয়েছেন। সামাজিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছেন। অনুপ্রবেশ ঠেকাতে নীতি-নির্ধারকদের কঠোর ভূমিকা নেওয়ার দাবি তাদের।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, বিএনপিতে কোনো অনুপ্রবেশকারীর স্থান হবে না। সঠিক তথ্যের ভিত্তিতে অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।