1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জুলাই বিপ্লবে হাসিনা পতন আন্দোলনের চারা গাছ রোপন করেছিলো বিএনপি যুবদল নেতা আ. মোনায়েম মুন্ন - দৈনিক দেশেরকথা
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন

জুলাই বিপ্লবে হাসিনা পতন আন্দোলনের চারা গাছ রোপন করেছিলো বিএনপি যুবদল নেতা আ. মোনায়েম মুন্ন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

 32 বার পঠিত

ঝালকাঠি জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তেব্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আঃ মোনায়েম মুন্ন বলেন, যারা বলছে জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতন হয়েছে আমি বলতে চাই এই আন্দোলনের চারা গাছ রোপন করেছিলো বিএনপি। এই চারা গাছের পরিচর্যা করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ওনার সার্বিক তদারকিতে সারা বাংলাদেশে বিএনপি যুবদল, ছাত্রদল গনতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে গিয়েছে। ছাত্রজনতার আন্দোলনের সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে।
তিনি শনিবার বিকাল সাড়ে ৫টায় শহরের পূর্বচাদকাঠি একটি কমিউনিটি সেন্টারে ঝালকাঠি জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে একথা বলেন।

তিনি  আরো বলেন, ছাত্রজনতার আন্দোলনে শহীদের সংখ্যা ১৪শ ২৩ জন, আহতের সংখ্যা ২২হাজার ও চীরতরে পঙ্গুত্ব বরন  করেছে ৫শ ৮৭জন। নিহতদের মধ্যে বিএনপির নেতাকর্মী ৪শ ২৫জন, আহত ৮ হাজার ৯শ ২৩জন ও পঙ্গু ২শ ৮২জন। গনতন্ত্র মুক্তির জন্য বিএনপির চেয়ারপার্সন ৬বছর জেল খেটেছেন এটাও একটি বিরাট আত্মত্যাগ। স্বৈরাচার মুক্ত করতে বিএনপির চেয়ারপার্সন জেল খেটেছেন কিন্তু আপোস করেনি। এই ঝালকাঠিতে আমির হোসেন আমুর নেতৃত্বে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। এই মধ্যবর্তী সরকারকে নির্বাচন পর্যন্ত সহযোগীতার জন্য নির্দেশ দিয়েছে তারেক রহমান। আমরাতার নির্দেশে এই সরকারকে সকল ধরনে সহযোগীতা করবো। এই সময়ে কোন গ্রুপিং করা চলবে না সংগঠনকে ঐক্যবদ্ধ ভাবে মাঠে থাকতে হবে।

 জেলা ছাত্রদল সভাপতি আরিফুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সাধারন সম্পাদক নাসির উদ্দিন নাসির, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক  নাজমুল হোসেন। এছাড়া কেন্দ্রীয় ও জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপির অংগসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরাউপস্থিত ছিলেন।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park