69 বার পঠিত
জুলাই ছাত্র আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদের সমর্থনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং প্রশাসনিক পদ থেকে তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি শুরু করে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে সমাবেশ করে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়কসহ শতাধিক শিক্ষার্থী।
বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দাবি করেন, জুলাই অভ্যুত্থানে জড়িত আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং প্রশাসনিক পদ থেকে তাদের পদত্যাগ করাতে হবে। একইসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মামলাগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে; কোটা পদ্ধতির মাধ্যমে কোনো শিক্ষার্থীকে ভর্তি করানো চলবে না। এ সময় তারা ‘আর নয় হেলাফেলা, এবার হবে ফাইনাল খেলা’, ‘ছাত্রলীগের দোসররা, হুঁশিয়ার সাবধান’—এ ধরনের স্লোগান দিতে থাকেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘সম্মানিত সংগ্রামী বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে আওয়ামী ফ্যাসিবাদের সমর্থনকারীরা এখনো প্রশাসনে বহাল আছে এবং ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রশাসন যদি তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে না পারে, তবে আপনাদের সেই চেয়ারগুলো ছেড়ে দিন।’
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ও চাকরিতে শুধুমাত্র মেধার ভিত্তিতে নিয়োগ হবে; কোনো কোটার ব্যবহার চলবে না।