69 বার পঠিত
জামালপুর প্রতিনিধি> জামালপুরের ইসলামপুরে ডোবার পানিতে ডুবে সুমাইয়া আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার ২৪ আগষ্ট বিকেলে ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া শান্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার একই এলাকার সোনা মণ্ডলের মেয়ে।
নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোমান হাসান জানান, ওই দিন বিকেলে শিশু সুরাইয়া বসতবাড়ির আঙিনায় খেলা করছিল। এ সময় সবার অগোচরে সে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে ডুবে যায়।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।