42 বার পঠিত
ব্যুরো চীফ ময়মনসিংহ>শুক্রবার ১৭ মার্চ রাত অনুমান ১০ঃ৩০ টায় জামালপুর সদর উপজেলার তিতপল্লা জামতলী বাজার রাস্তার উপর ইজিবাইক চালক জিয়াউল হক কালু (২৮) পিতা-মোঃ জামাল উদ্দিন, সাং-তারার ভিটা সদর উপজেলা- জামালপুর কে পুলিশের পরিচয় দিয়ে কাগজ দেখাতে বললে চালক কাগজ আনতে গেলে চোর চক্র কৌশলে তার ইজিবাইক টি চুরি করে নিয়ে গেলে চালক ফিরে এসে তার ইজিবাইক না পেয়ে নিকটস্থ নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ কে ঘটনা টি জানালে পুলিশ সক্রিয় হয়ে নারায়ণ পুর তদন্ত কেন্দ্রের এস আই ফজলে এলাহী বিভিন্ন দিকে অভিযান শুরু করে এবং রাত ১২ঃ ৩০ টার সময় পাশ্ববর্তী কেন্দুয়া ইউনিয়নের কুমারপাড়া এলাকায় অভিযান করে ইজিবাইক চোর মোঃ রমিজল (৪২),পিতা-মিয়ার উদ্দিন, সাং-ছোট আড়ং হাটি, থানাও জেলা- জামালপুর, মোঃ বিল্লাল হোসেন (৩৬),পিতা-আল ইসলাম হাওলাদার, সাং-উত্তর ফরাসগঞ্জ, উপজেলা -লাল মোহন, জেলা-ভোলা দুইজন কে গ্রেফতার করা হয়।
তাদের নিকট হতে চোরাই ইজিবাইক টি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জামালপুর সদর থানার মামলা হয়েছে, যাহার নং- ৫১ তারিখ – ১৮/০৩/২৩ ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোডে রুজু করা হয়েছে। আসামি দের সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য উক্ত ২ নং আসামী বিল্লাল হোসেনের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় দ্রুত বিচার আইনের মামলা রয়েছে।