95 বার পঠিত
জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে দুই মোটরসাইকেল সংঘর্ষে দূঘটনা কাউসার আহমেদ নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় মেডিকেল কলেজের দুই ছাত্রসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাউসার আহমেদ জামালপুর শহরের চন্দ্রা উত্তর পাড়ার আব্দুর রাজ্জাকের পুত্র।
জামালপুর সদর থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন,দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ চারজন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক স্থানীয় এক কলেজ শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তার অভিভাবকের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
খবর পেয়ে জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু হাসপাতালে যান এবং আহতদের চিকিৎসার দায়িত্ব নেন।