74 বার পঠিত
জামালপুর প্রতিনিধি>জামালপুরের সরিষাবাড়ী এড, মতিউর রহমান রেলওয়ে ষ্টেশনে আশপাশে এলাকায় প্রকৃতি ও পরিবেশের জন্য ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূলে অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার ২৬ আগষ্ট সকালে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট সংলগ্ন অ্যাডভোকেট মতিয়র রহমান রেলওয়ে স্টেশন এলাকায় প্রকৃতিপ্রেমী অধ্যাপক হাসমত আলী একদল ছাত্র নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে অধ্যাপক হাসমত আলী বলেন, পার্থেনিয়াম একটি ক্ষতিকর উদ্ভিদ। এটি গুল্ম জাতীয় আগাছা। এর বীজ খুবই ক্ষুদ্র ও হালকা হওয়ায় বাতাসের মাধ্যমে সহজেই ছড়িয়ে পড়ে। এতে এর দ্রুত বংশ বৃদ্ধি হয়।
তিনি আরো বলেন, পার্থেনিয়াম ফুলের রেণু বাতাসের মাধ্যমে মানুষের সংস্পর্শে আসলে শ্বাসকষ্ট, হাঁপানি, জ্বর, অ্যালার্জি, চর্মরোগসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। গবাদিপশু এ ঘাস খেলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এমনকি মৃত্যুও হতে পারে। ক্ষেতে এ উদ্ভিদ জন্মালে ফসলের উৎপাদন ৯০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
এজন্য আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে উদ্যোগ নিয়েছি ক্ষতিকর এ উদ্ভিদ নির্মূলের।
সরিষাবাড়ী কৃষি অধিদফতরের উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, পার্থেনিয়াম একটি ক্ষতিকর উদ্ভিদ। অনেকেই এ উদ্ভিদ সম্পর্কে বেশি কিছু জানেন না। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ক্ষতিকর এ উদ্ভিদ নির্মূলের উদ্যোগকে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সেচ্ছাসেবীদের সাধুবাদ জানানিয়েছেন।