118 বার পঠিত
জামালপুরে বিএনপি-জামাত আহুত অবরোধের পক্ষে বিপক্ষে পক্ষে-বিপক্ষে আ’লীগ ও বিএনপি’র পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে। ২ নভেম্বর বৃহস্পতিবার জামালপুরে শহরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড, শাহ্ ওয়ারেজ আলী মামুনের নেতৃত্বে একটি মিছিল বের হয় ।
অপরদিকে
অবরোধের প্রতিবাদে জামালপুর শহরে আ’লীগের সক্রিয় অবস্থান প্রত্যক্ষ করা গেছে। অবরোধের তৃতীয় দিনে আ’লীগ উন্নয়ন ও শান্তি সমাবেশের আয়োজন করেছে। জামালপুরে টানা তিন দিনের অবরোধ চলাকালে দূরপাল্লা কোন যান চলাচল করেনি। তবে ট্রেন চলাচলসহ ব্যবসা প্রতিষ্ঠান এবং অফিস আদালতের কর্ম কান্ড স্বাভাবিক ছিল। এসময় কোথাও কোন অপ্রীতির খবর পাওয়া যায়নি।
বাস টার্মিনালে জামালপুর পৌর আ’লীগ উন্নয়ন শান্তি সমাবেশ করেছে। পৌর আ’লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আশরাফ হোসেন তরফদার, রেজাউল করিম রেজন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু,কাউন্সিলর ফজলুল হক আকন্দ প্রমুখ।