145 বার পঠিত
জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩জুলাই বিকেলে স্থানীয় সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ।
সম্মেলনের উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি কৃষিবিদ মো. আল-আমিন এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. খালেদ আল রহমান আপন।
ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, সহ-সভাপতি হাসানুজ্জামান মন্টু, অধ্যক্ষ ফজলুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিল্লোল সরকার, সদস্য ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম হেনা, সদস্য সানাউল ইসলাম মালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম রুশো, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আফসারী, জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি মো. শামীম হোসেন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময়সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে মমিনুল ইসলামকে সভাপতি ও শাকিল আহমেদ কে সাধারণ সম্পাদক করে ১ বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়।