27 বার পঠিত
জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন নাহিদ ইসলাম।
এ সময় নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থান পরবর্তী পুলিশ বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। পুলিশের এরকম নাজুক অবস্থায় নির্বাচন করা অত্যন্ত কঠিন হবে। নির্বাচন করার আগে আমাদের অবশ্যই পুলিশিং ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দল এবং সামাজিক শক্তিগুলোকেও এগিয়ে আসতে হবে ও সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টির মানসিকতা ও প্রস্তুতি রয়েছে। এবং আমরা জাতীয় সংসদের পাশাপাশি গণপরিষদ নির্বাচন দেখতে চাই।
এনসিপির কেবলমাত্র জাতীয় সংসদ নির্বাচন বা গণপরিষদ নির্বাচন একমাত্র দাবি নয়। তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই।