1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
জবি ফিচার রাইটার্স: সেরা লেখকদের পুরস্কার বিতরণ  - দৈনিক দেশেরকথা
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:০৯ পূর্বাহ্ন

জবি ফিচার রাইটার্স: সেরা লেখকদের পুরস্কার বিতরণ 

রিদুয়ান ইসলাম
  • প্রকাশ শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

 50 বার পঠিত

জবি প্রতিনিধি> ‘জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার, কলাম এন্ড কন্টেন্ট রাইটার্স’ সংগঠনের আগষ্ট মাসের সেরা লেখক পুরস্কার বিতরণ করা হয়েছে। সেরা লেখক হিসেবে যারা মনোনীত হয়েছেন তারা হলেন, “সাঈমা আক্তার”, “সিফাত রাব্বানী” এবং আবদুল্লাহ আল মামুন। 
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টা পরিষদের কয়েকজন এ পুরস্কার বিতরণ করেন। 
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ প্রেসক্লাবের সভাপতি মো. মুস্তাকিম ফারুকী, সাধারণ সম্পাদক আরমান হাসান এবং সাংগঠনিক সম্পাদক সুবর্ণ আসসাইফ। 
সেরা লেখক এবং নবীন সকলের উদ্দেশ্যে সংগঠকরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীদের মধ্যে যারা লেখালেখির জগতে আছে তারা অন্যান্যদের থেকে আলাদা। তাদের লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি, সমস্যা উত্তরণের উপায় এবং নিজস্ব মত প্রকাশ করতে পারে।’ 
সেরা লেখকদের মধ্যে প্রথম হওয়া সাঈমা আক্তার জানান, ‘আমাকে সেরা লেখকদের তালিকায় অন্তর্ভুক্ত করায় ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সকলকে। পুরস্কার প্রাপ্তি সর্বদাই প্রফুল্লতা এনে দেয়, লেখালেখীর প্রতি আগ্রহ বাড়ায়। এমন একটি সংগঠনে থাকতে পেরে এবং সেরাদের তালিকায় থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।’
সিফাত রাব্বানী বলেন, ‘আমি আগষ্ট মাসে সেরা লেখকদের একজন নির্বাচিত হয়েছি ও পুরষ্কৃত হয়েছি, যেটা আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে দীর্ঘদিন। নিজেকে লেখনির মাধ্যমে প্রতিষ্ঠিত করতে তরুণদের উচিত এই স্বনামধন্য প্লাটফর্ম-এ যুক্তহওয়া।’
অনুভূতি প্রকাশ করে আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সত্যি বলতে এতে আমি যেমন খুশি হয়েছি, তেমনি অনুপ্রাণিত হয়েছি। ছোটবেলায় অনেক লেখা দেখতাম পত্রিকায়। কিছু লেখকের নাম আমার সাথে মিলে যেত। আর অন্যদের বলতাম, এটাই আমি। কিন্তু সেই অলীক স্বপ্ন আজ সত্যি হলো।’
উল্লেখ্য যে, ‘জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার কলাম এন্ড কন্টেন্ট রাইটার্স’ সংগঠনটি ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের লেখালেখি বিষয়ে সহযোগিতা করে উৎসাহ উদ্দীপনা জুগিয়ে আসছে। এছাড়াও শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে প্রতি মাসে তিনজন সেরা লেখক নির্বাচন করে পুরস্কার বিতরণ করে থাকে

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২১ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park