140 বার পঠিত
রিদুয়ান ইসলাম, জবি প্রতিনিধি>
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদ’ এর ইফতার ও দোয়া মাহফিল-২০২২ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রুবেল নিরব এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হারুনুর রশীদ, প্রধান আলোচক হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম-সচিব মো. আবুল ফজল মীর, বিশেষ আলোচক হিসেবে বাংলাদেশ নৌ পুলিশ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলাইমান মিয়া, উত্তরা ১এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৪ এর সহকারি পুলিশ সুপার জ্যোতির্ময় সাহা অপু সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. এনামুর রহমান বলেন, “নরসিংদী জেলা থেকে আগত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে যারা অসচ্ছল তাদের পাশে দাঁড়াতে সর্বদা চেষ্টা করবো৷ তাদের জন্য একটা বৃত্তির ব্যবস্থা করা হবে৷ এছাড়াও রায়পুরা উপজেলায় একটি হাসপাতাল করার আশ্বাসও দেন তিনি৷”
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ এর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. শামসুল ইসলাম মোল্লা, জবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. জিয়াউর রহমান মিশু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক মো. তোফায়েল আহমেদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সদস্য নাদিম উদ্দিন সোজাল, নরসিংদী জেলা ছাত্র কল্যাণের সাবেক সভাপতি মাহবুবুল হক অনন্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মো. ফরিদুজ্জামান এবং জবি ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ আলী সহ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদের বর্তমান সদস্যবৃন্দ।
উল্লেখ্য যে, ইফতার মাহফিলের সঞ্চালনায় ছিলেন ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল।