1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
জবিতে রিভারাইন পিপলের আহ্বায়ক কমিটি গঠন - দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১২:৫৫ অপরাহ্ন

জবিতে রিভারাইন পিপলের আহ্বায়ক কমিটি গঠন

দেশেরকথা
  • প্রকাশ বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

 211 বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রিভারাইন পিপল ক্লাবের যাত্রা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সেমিনার কক্ষে রিভারাইন পিপল ক্লাব গঠনবিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী সৈয়দ শিহাব হোসেনকে আহ্বায়ক এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের একই বিভাগের মো. তরিকুল ইসলামকে সদস্য সচিব করে ও অনান্য বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ১৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সংগঠন সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে রিভারাইন পিপলের পরিচালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ কমিটির অনুমোদন দেন৷

আহ্বায়ক কমিটির অনান্য সদস্যরা হলেন মাহমুদুল হক সামি, হারুন অর রশিদ নয়ন, ইমাম হাসান, বায়জিদ হাসান, আবদুল্লাহ আল ইমরান, আবরার জাহান রাফি, আসাদুল ইসলাম নাঈম, ফাহিম ফয়সাল, ভবানী পাল, বাছির মিয়া, আল মামুন, রায়হান ইসলাম, ইয়াসিন আরাফাত।

সভায় নদীবিষয়ক সংগঠনের গুরুত্ববিষয়ক বক্তব্য দেন রিভারাইন পিপলের পরিচালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ।

তিনি বলেন, “নদী আমাদের জীবনের অংশ, নদী ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ তাই আমাদের নদী সম্পর্কে জানতে হবে এবং ভালোবাসতে হবে। নদী রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।”

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়  বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস এবং বিভাগের সহযোগী অধ্যাপক রাজিব মণ্ডল।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park