1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে মঞ্চ মাতাবেন নগর বাউল 'জেমস' - দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:০৫ অপরাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে মঞ্চ মাতাবেন নগর বাউল ‘জেমস’

রিদুয়ান ইসলাম
  • প্রকাশ বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

 72 বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৯তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।  আগামী ১৯ অক্টোবর দিবসটি ঝাঁকঝমক পূর্ণভাবে উদযাপন করার পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চমক হিসেবে এবারের বিশ্ববিদ্যালয়ের দিবসে মঞ্চ মাতাবেন নগর বাউল ‘জেমস’।বুধবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

সভা শেষে অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ জানান, প্রতিবছর ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়। সেদিন শুক্রবার হওয়ায় ১৯ অক্টোবর এবারের বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ দিবস উদযাপন করা হবে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কনসার্টের আয়োজন থাকবে। কনসার্টে নগরবাউল জেমসকে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে ওনার সাথে যোগাযোগ করা হয়েছে এবং মৌখিক সম্মতি দিয়েছেন তিনি৷

জানা যায়, ২০০৫ সালের ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদ অধিবেশনে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫‘  উত্থাপিত হয় এবং একই বছরেরই ২০ অক্টোবর সরকার প্রজ্ঞাপন জারি করে জগন্নাথ কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই ২০ অক্টোবরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এবছর ২০ অক্টোবর (শুক্রবার) বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় একদিন আগে ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসটি উদযাপন করা হবে। এদিন সকালে র‍্যালি বের হবে, চারুকলা প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আয়োজন থাকছে৷

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park