38 বার পঠিত
চাঁদপুরের মতলব উত্তরে ছুরির আঘাতে প্রধান শিক্ষক গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৬ ফেব্রুয়ারী রবিবার রাত ১১ টার সময়।
ঘটনা সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া গ্রামের আলমগীর হোসেন রাজুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পারিবারিক কাজে জায়গা জমির কাগজপত্রের জন্য চাঁদপুরে রেকর্ড অফিসে যায়।
ফিরে আসার সময় হরিনা চৌরাস্তা এলাকায় এলে একটি সিএনজিতে উঠে। তখন সময় প্রায় রাত ১১ টা। সিএনজিটি ব্রাহ্মণচক-ভাইগারচর ব্রীজে এলে ড্রাইভার গাড়ি বন্ধ করে দেয়। একটু সমস্যা হয়েছে বলে যাত্রীদের নামতে বলে।
এমম সময় গাড়িতে থাকা যাত্রীবেশী ছিনতাইকারীরা আলমগীর হোসেনের কাছ থেকে মোবাইল ফোন, প্রয়োজনীর কাগজপত্র ও নগদ অর্থ নিয়ে যায়। কাগজপত্র দিতে না চাওয়ার কারনে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরি আঘাত করে চলে যায়।
পরে আলমগীর হোসেন ডাকচিৎকার করলে ভাইগারচর মোরে দোকানদারে থাকা লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এবিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, এটি একটি বিছিন্ন ঘটনা। আমাদের পুলিশের ৫ টি দল সারা রাত টহল দিচ্ছে। প্রয়োজনে টহল আরো বাড়িয়ে দেওয়া হবে। অপরাধীদের ধরতে আমাদের চেষ্টা অভ্যহত আছে।