48 বার পঠিত
নওগাঁর সাপাহার উপজেলার ডাংগাপাড়া মহিলা মাদরাসার এক ছাত্রীকে যৌন হয়রানীর মামলায় মাদরাসার শিক্ষককে তিন বছর সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার আজ রোববার (২৯ অক্টোবর) এই আদেশ দেন। জরিমানার অর্থ যৌন হয়রানীর শিকার ছাত্রীকে প্রদানের নির্দেশ দেন বিচারক।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৪ নভেম্বর মাদরাসার ছাত্রীরা যোহরের নামাজ পড়তে গেলে এই সুযোগে উক্ত ছাত্রীকে পড়নের লুঙ্গি খুলে শিক্ষক আব্দুস সালাম (৩৮) বিভিন্ন খারাপ অঙ্গাভঙ্গি করেন ও এক পর্যায়ে শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন। নির্যাতনের শিকার ছাত্রীর বাবা সাপাহার থানায় অভিযোগ করলে এসআই মনিরুল ইসলাম তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে চলতি মাসের ২২ অক্টোবর যুক্তিতর্ক শোনেন।
আজ আসামীর উপস্থিতিতে আদালতে এই রায় ঘোষণা করেন। মামলাটি রাষ্ট্রপক্ষে এ্যাড. মকবুল হোসেন এবং আসামী পক্ষে এ্যাড. আবু জাইদ মো. রফিকুল আলম রফিক পরিচালনা করেন।