এতো পানি কোথা থেকে আসে বলো- পাহাড়ি ঢলে
অথবা, চোখের কোলে?
এতো আশা কিভাবে বেঁধে রাখি –
ভিটে মাটি হারা, ছন্নছাড়া আশ্রিত জীবনে?
এতো স্বপ্ন কিভাবে দেখি বলো –
ভেঙ্গে যাওয়া, গলে যাওয়া ধ্বংস স্তুপ কে দেব নতুন কাঠামো?
এতো সান্ত্বনা মা কে কিভাবে দেব বলো –
যখন অন্যদের বাঁচাতে গিয়ে যুবক ছেলে মারা গেল?
যার যায় শুধু সে ই জানে
তার কি হয়ে গেল?
কতখানি চলে গেল?
বাকিরা কেউ হা হুতাশ করে
কেউবা নীরবে চোখের পানি ফেলে!
দুর্যোগ
আরিফা জেসমিন কনিকা