1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ ৮ সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ - দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম হাসপাতালেই ভোটার হচ্ছেন অভ্যুত্থানের আহতরা রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের মতবিনিময় সভা পিরোজপুরে তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে র‌্যালী ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে লাভজনক পদ্ধতিতে মাছ চাষ করুন প্রকল্প পরিচালক জাহানঙ্গীর আলম অম্বিকা চরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় এর ১০১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ধর্ম নিয়ে কটূক্তি করায় ইরানের জনপ্রিয় গায়কের মৃত্যুদণ্ড ঢাকাসহ ১৮ জেলায় গয়নার দোকানে বসবে ভ্যাট মেশিন বদলে যাচ্ছে পুলিশ র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক উলিপুরে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মতি শিউলি গ্রেফতার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু আজ

চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ ৮ সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সোমবার, ১২ আগস্ট, ২০২৪

 87 বার পঠিত

সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন পদে থাকা চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হচ্ছে। এজন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি হচ্ছে। যেসব নিয়োগ নিয়ে বেশি বিতর্ক রয়েছে সেগুলো অনতিবিলম্বে বাতিল করা হবে। পর্যায়ক্রমে বাতিল হবে অন্য সব চুক্তি।

অর্ন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গতকাল রোববার (১১ আগস্ট) এ সংক্রান্ত আটটি সিদ্ধান্ত নিয়েছে। নতুন সরকার গঠনের পর প্রথম কার্যদিবসে গতকাল এ সব সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উপদেষ্টা পরিষদের অন্য সিদ্ধান্তগুলো হলো কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সংঘাত ও হামলায় আহত সবার তালিকা অতিদ্রুত করে তাদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকারের পক্ষ থেকে বহন করা হবে। এ লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সব হাসপাতালকে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। এ ছাড়া আন্দোলনে নিহত প্রত্যেকের পরিবারকে দেয়া হবে প্রয়োজনীয় সহায়তা।

বাংলাদেশি ছাত্র-জনতার সমর্থনে প্রতিবাদ করায় সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার ও সাজা পাওয়া ৫৭ বাংলাদেশির মুক্তির জন্য অবিলম্বে আলোচনা শুরু করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই সংশ্লিষ্ট সরকারের সঙ্গে কথা বলবেন। এ ছাড়া অত্যাবশ্যকীয় সব পণ্যের সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা নিয়েও সিদ্ধান্ত হয়েছে। এসব ঘটনা প্রতিহত করতে প্রধান উপদেষ্টা জরুরি ভিত্তিতে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা ও তাদের প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করবেন। আলোচনাটি আজ সোমবার হওয়ার কথা রয়েছে।

আগামী শনিবার থেকে মেট্রোরেল পুনরায় চালু করার সিদ্ধান্ত হয়েছে। তবে মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে ট্রেন থামবে না। এ ছাড়া অত্যাবশ্যকীয় সব পণ্যের সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

জানা গেছে, চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে এর মধ্যে কাজ শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার গত শুক্রবার পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ ছাড়া পদত্যাগপত্র দিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

উপদেষ্টা পরিষদ সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করা হবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরদের শূন্যপদে নিয়োগের জন্য সুপারিশ করতে তিন সদস্যের (মুসলিম চৌধুরী, আহসান এইচ মনসুর ও নজরুল ইসলাম) একটি অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করা হয়েছে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park