165 বার পঠিত
বিশ্বে মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসের প্রথম টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় সরকারের অন্যতম নিয়ন্ত্রক সংস্থা খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) বৃহস্পতিবার (৯ নভেম্বর) ইক্সচিক নামের এই টিকাটির অনুমোদন দিয়েছে। এফডিএর অনুমোদিত টিকার নাম ইক্সচিক। এটি তৈরি করেছে ইউরোপের প্রতিষ্ঠান ভালনেভা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৩ পর্যায়ের মেডিকেল ট্রায়ালে এই টিকার কার্যকারিতা পরীক্ষা করেছে ভালনেভা। সেসব ট্রায়ালে অংশ নিয়েছেন অন্তত ৩ হাজার ৫০০ স্বেচ্ছাসেবী।
এফডিএর জ্যেষ্ঠ কর্মকর্তা পিটার মার্কস বলেন, চিকুনগুনিয়া ভাইরাসে সংক্রমিত ব্যক্তি বিশেষ করে যারা বয়স্ক এবং আগে থেকে অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছেন, তাদের ক্ষেত্রে এটি মারাত্মক ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্য জটিলতার কারণ হতে পারে। এফডিএর অনুমোদনের পর বিশ্বজুড়ে এ টিকা প্রদান কার্যক্রম ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় চার লাখ ৪০ হাজার মানুষ চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্তের কথা জানা গেছে। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ৩৫০ জন। বর্তমানে বিশ্বে চিকুনগুনিয়া ভাইরাসের নির্দিষ্ট কোনো ওষুধ নেই। দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ এশিয়া অঞ্চলে এ বছর এ ভাইরাসে সংক্রমিত হওয়ার ঘটনা সবচেয়ে বেশি।
২০০৮ সালের পর থেকে এ পর্যন্ত পাঁচ লাখ মানুষ এ ভাইরাসে সংক্রণের শিকার হয়েছে। এ রোগের উপসর্গগুলো হলো- ফুসকুড়ি, মাথাব্যাথা, মাংসপেশি ও অস্থিসন্ধিতে ব্যাথা ইত্যাদি।
আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় ও উপক্রান্তীয় অঞ্চলে এবং আমেরিকার কিছু কিছু অঞ্চলে এ ভাইরাসে সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি।
এফডিএ বলছে, চিকুনগুনিয়া ভাইরাস এখন নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। ফলে বিশ্বব্যাপী এ ভাইরাসের প্রকোপ বাড়ছে।
ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের তথ্যমতে, চলতি বছর ব্রাজিলে সবচেয়ে বেশি দুই লাখ ১৮ হাজার ৬১৩ জন মানুষ এ ভাইরাসে সংক্রমিত হয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা ৯৩ হাজারেরও বেশি। বিশেষ করে ২০১৬ সালে দেশটির রাজধানী দিল্লিতে এ ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দেয়।