98 বার পঠিত
চাটখিল(নায়াখালী) প্রতিনিধি> চাটখিলে তিনজন এসএসসি পরিক্ষার্থীকে বহিষ্কারের খবর পাওয়া গেছে।
চলমান এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলা। ১৯ সেপ্টেম্বর (সোমবার) খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একই প্রতিষ্ঠানের কারিগরি বিভাগের দুইজন পরীক্ষার্থী ও পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভীমপুর উচ্চ বিদ্যালয়ের একজন পরীক্ষার্থী পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে বহিষ্কৃত হয়েছেন। এবং সংশ্লিষ্ট কেন্দ্র পর্যবেক্ষক কে পরীক্ষা সংক্রান্ত দায়দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূইয়া বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।