41 বার পঠিত
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি> নোয়াখালী জেলার চাটখিলের অধিনে থাকা চাটখিল উপজেলা রেড ক্রিসন্ট টিমের পক্ষ থেকে শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে।
সমাজের বিভিন্ন শ্রেণির হতদরিদ্র শ্রমজীবী মানুষদের মাঝে বিতরণ করা হয়। উপজেলা ভলেন্টিয়ার রেড ক্রিসেন্টের ইয়ুথরা ১লা ফেব্রুয়ারী বুধবার বিকেল থেকে সন্ধ্যা অব্দি এই কার্যক্রম পরিচালনা করেছেন।
রেড ক্রিসেন্টের এমন আয়োজনের নেতৃত্ব দিয়েছিলেন উপজেলা ইউনিটের যুব প্রধান ফজলে আবিদ। এছাড়া বিভাগীয় দুই উপপ্রধান মো: রনি এবং মো: মেহেদী সহ উপজেলা টিমের বন্ধুত্ব বিভাগীয় প্রধান তারফিনা শাহনাজ রজব এবং জনস্বাস্থ্য বিভাগীয় উপপ্রধান সহ অন্যান্য সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে এই চমৎকার উদ্যোগ টি সফল ভাবে শেষ করা হয়।