123 বার পঠিত
চাটখিল উপজেলার এক হাজার মাদ্রাসা শিক্ষার্থীকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি উপহার হিসেবে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
সে সাথে শিক্ষার্থীদের দেয়া হয় একটি করে টিফিন বক্স। নোয়াখালী জেলার চাটখিল উপজেলা ২৪ আগস্ট (বুধবার) সকালে চাটখিল কামিল মাদ্রাসা মাঠে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এই বই ও টিফিন বক্স তুলে দেন।
এই উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাকির হোসেন জাহাঙ্গীর। মেহেদী হাছান রুবেল ভুঁইয়ার সঞ্চলনায় অনুষ্ঠানেবিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়া
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আ,লীগের সহ সভাপতি এসএম বাকী বিল্লাহ (চেয়ারম্যান) আবুল কাশেম, উপজেলা ভাইস প্রেসিডেন্ট আলী তাহের ইভু, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, ওসি (তদন্ত) হুমায়ুন কবির, উপজেলা যুবলীগের আহবায়ক বেলায়েত হোসেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বশির উল্যাহ, শিক্ষক মামুন হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জাকির হোসেন প্রমূখ।