66 বার পঠিত
বদলকোটে খালের পাড় থেকে কাঠ মিস্ত্রি ও ফার্নিচার ব্যবসায়ির লাশ উদ্ধার করা হয়েছে। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের সাতবাড়িয়া খাল পাড় থেকে মহসিন হোসেন কালা মিয়া (৪০) নামের এক ফার্নিচার ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ।
মৃত ব্যক্তি স্থানীয় ইসলামপুর বাজারের ফার্নিচার ব্যবসায়ী ও কাঠমিস্ত্রির কাজ করে বলে স্থানীয়রা জানান। মৃত মহসিন হোসেন কালা মিয়া, হিরাপুর মিদ্দা বাড়ির মৃত আবুল কাশেম এর ছেলে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে পুলিশ স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ উদ্ধারকারী পুলিশ পরিদর্শক নুরুল আমিন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি হত্যাকান্ড। লাশের শরীরে গোপানাঙ্গে রক্তক্ষরনের চিহ্ন রয়েছে।
থানার ওসি তদন্ত হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। এই ব্যাপারে আইগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।