সমাজের অসহায়, অবহেলিত, সুবিধা বঞ্চিত, হতদরিদ্র মানুষের মাঝে একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক অনুদান ও চেক বিতরণ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন একটিভ গ্রুপের চেয়ারম্যান, চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
শনিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় আল দুবাই সপিং কম্পলেক্সে একটিভ ফাউন্ডেশনের অফিস কার্যালয়ে চেক বিতরণ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
একটিভ গ্রুপের পক্ষ থেকে চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন ও চাটখিল পৌরসভার গরীব নিরীহ ৫৭জনের মাঝে ২ লাখ ৪৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এই উপলক্ষ্যে একটিভ ফাউন্ডেশনের চাটখিল কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অসহায়-নিরীহদের হাতে চেক তুলে দেন একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা চেয়ারম্যান এবং চাটখিল উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির। চেক বিতরন অনুষ্ঠান শেষে আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি সর্বদাই মানুষের পাশে সহযোগিতা করে যাবেন বলে সাংবাদিকদের জানান।
এতে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার ও চাটখিল উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।