45 বার পঠিত
রামনারায়নপুরে ডাকাতির ঘটনার জড়িত ৪ ডাকাতকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ।
নোয়াখালীর জেলার চাটখিল থানার রামনারায়নপুর ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামের একটি বিয়ে বাড়িতে গত ১৮ ই আগস্ট ডাকাতির ঘটনা সংঘটিত হয়। ওই ডাকাতির ঘটনার সাথে জড়িত ৪ ডাকাতকে চাটখিল থানা পুলিশ এক অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।
২৬ শে আগস্ট বুধবার দিবাগত রাতে নোয়াখালীর পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায়, ডাকাতির ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করে চাটখিল থানা পুলিশ।
গ্রেফতারের সময় আসামিদের নিকট থেকে বিপুল পরিমাণ দেশী অস্ত্র এবং ডাকাতির সময় লুন্ঠিত দুটি মোবাইল, নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীরা হলো, ফরজ আলী জাহাঙ্গীর (৪৪), পিতা- মৃত নুর মিয়া পাটোয়ারী সাং পশ্চিম পরকোট, ফজল করিম মোল্লা বাড়ী, থানা চাটখিল, মোঃ মহসিন (৪৯), পিতা-মৃত জালাল উদ্দিন, ডুমরিয়া, পালের বাড়ী,থানা-রামগঞ্জ, মোঃ কামাল হোসেন (৩২), পিতা-আবু তাহের, আইয়ে নগর, হাজী বাড়ী, থানা -রামগঞ্জ, জাহাঙ্গীর আলম (২৪), পিতা-নুর আলম, উত্তর মজিবুর (গনি মেস্ত্রী বাড়ী), ১নং পৌর ওয়ার্ড, থানা- লক্ষ্মীপুর সদর।
এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম জেলা পুলিশের কনফারেন্স রুমে প্রেস এক কনফারেন্স সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।