1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
‘চাচা, হেনা কোথায়? অবশেষে সেই ‘হেনা’কে খুঁজে পেলেন বাপ্পারাজ! - দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম বাংলাদেশের জনগণ ও ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি লালপুরে মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস পালন বিএনপির নাম দিয়ে কেউ কোন অন্যায় কাজ করবেন না : নাজমুল করিম জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ‘পাওয়ার অব অ্যাটর্নি’ নিয়ে অন্তর্বর্তী সরকারের নতুন সিদ্ধান্ত ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা ৫০ বছরের মধ্যেও সন্দ্বীপের সঙ্গে নিরাপদ যোগাযোগ গড়ে না ওঠা লজ্জার: প্রধান উপদেষ্টা কিশোরগঞ্জে নববধূর স্পর্শকাতর স্থানে মলম লাগায় স্বাস্থ্যকর্মী আটক ঈদে ট্রেন যাত্রা শুরু আজ শেখ হাসিনার মতোই একাত্তরে নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গিয়েছিলেন শেখ মুজিব

‘চাচা, হেনা কোথায়? অবশেষে সেই ‘হেনা’কে খুঁজে পেলেন বাপ্পারাজ!

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

 86 বার পঠিত

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত সংলাপ ‘চাচা, হেনা কোথায়?’ নিয়ে তৈরি হয়েছে নানা কনটেন্ট। যেখানে দেখা যেত নায়ক বাপ্পারাজ ও নায়িকা শাবনাজের মূল ভিডিও। অবশেষে সেই ‘হেনা’কে খুঁজে পেলেন বাপ্পারাজ! টাঙ্গাইলে দেখা হলো দুজনের।

অভিনেতা নাইম তাঁর নিজ বাড়ি, টাঙ্গাইলের সাহেব বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাপ্পারাজসহ আরও অনেকে। সেখানে মজার ছলে কনটেন্টও তৈরি করেছেন নাইম, শাবনাজ ও বাপ্পারাজ। এতে দেখা যায়, অনুষ্ঠানে নাইমের সঙ্গে থাকা স্ত্রী শাবনাজকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন বাপ্পারাজ।

কুশল বিনিময়ের পর শুরু হয় মজার আলাপ। এক পর্যায়ে বাপ্পারাজ নাইমকে জিজ্ঞেস করেন, ‘নাইম ভাই, হেনা কোথায়?’ মজা করে নাইম বলেন, ‘বাপ্পা, তুই অনেক দেরি করে ফেলেছিস! হেনার তো আমার সঙ্গে অনেক আগেই বিয়ে হয়ে গেছে।’ সঙ্গে সঙ্গে বাপ্পারাজ চিৎকার করে বলেন, ‘না, আমি বিশ্বাস করি না…!’ নাইম তখন হেসে বাপ্পারাজের পিঠ চাপড়ান। এ সময় উপস্থিত অতিথিরা ‘প্রেমের সমাধি ছেড়ে…’ গানটি গাইতে শুরু করেন। উপস্থিত হেনা অর্থাৎ শাবনাজ।

১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সিনেমার একটি দৃশ্য থেকেই এই সংলাপ ভাইরাল হয়। ছবিতে হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ, আর বকুলের ভূমিকায় ছিলেন বাপ্পারাজ। সিনেমাটির নির্মাতা ছিলেন ইফতেখার জাহান, আর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু।

সিনেমার এক পর্যায়ে বকুল দীর্ঘদিন পর বাড়ি ফিরে প্রেমিকা হেনার বাড়ি সাজানো দেখে জিজ্ঞেস করেন, ‘চাচা, হেনা কোথায়?’ উত্তরে চাচা জানান, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ তখন বকুল আবেগে বলে ওঠেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না! আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না!’ বাজতে থাকে গান, ‘প্রেমের সমাধি ভেঙে…’।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park