মৌলভীবাজারের শমসেরনগর রেলওয়ে স্টেশনের কাছে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ শনিবার (১১ জুন) দুপুর ১ টার দিকে সিলেট যাওয়ার পথে শমসেরনগর স্টেশনের কাছে বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার শাখাওয়াৎ হোসেন ঘটনাটি আইনিউজকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, ট্রেনের ভেতরের ক্যান্টিনের বগি থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পাশের বগিতে ছড়িয়ে পড়লে ট্রেনের অন্যান্য বগি বিচ্ছিন্ন করা হয়।
ট্রেনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জের ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে। এছাড়াও মৌলভীবাজার ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের আরও দুইটি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।