1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
চঞ্চলে মুগ্ধ অভিনেত্রী তাসনিয়া ফারিণ - দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ন

চঞ্চলে মুগ্ধ অভিনেত্রী তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

 56 বার পঠিত

সৃজিত মুখার্জি। কলকাতার এ সময়ের সবচেয়ে আলোচিত চিত্রনির্মাতা। একের পর এক মানসম্মত ও ব্যবসা সফল সিনেমা উপহার দিচ্ছেন তিনি। তাই তার নতুন সিনেমা বাজারে আসা মানেই দর্শকদের মাঝে বাড়তি উন্মাদনা বিরাজ করে। সম্প্রতি এ পরিচালকের ‘দশম আবতার’ বক্স অফিসে হিট করছে। এর মাঝে মৃণাল সেনের জীবনের ঘটনাপ্রবাহ নিয়ে সিনেমা বানিয়েছেন এ নির্মাতা। নাম দিয়েছেন ‘পদাতিক’। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

২রা নভেম্বর সেই ছবিটি প্রথমবার প্রদর্শিত হলো লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। যেখানে অতিথি হিসেবে হাজির ছিলেন সৃজিত ও চঞ্চল। তাদের সঙ্গে কাকতালীয়ভাবে ওই উৎসবে ছিলেন ঢাকাই অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সুযোগটি মিস না করে একসঙ্গেই ছবিটি দেখেন তিনি। চঞ্চল চৌধুরীর সঙ্গে সেলফি তুলে ফারিণ বলেন, চঞ্চল ভাইকে এভাবে আগে কখনো পর্দায় দেখা যায়নি।

মানে, এমন চঞ্চল চৌধুরীকে দর্শকরা আগে কখনো পর্দায় দেখেননি। মৃণাল সেনের চরিত্রে চঞ্চল চৌধুরীর প্রশংসায় পঞ্চমুখ এ অভিনেত্রী। তিনি আরও বলেন, এটা চঞ্চল ভাইয়ের আরেকটি গ্রাউন্ড ব্রেকিং পারফরমেন্স। এমন তীক্ষè অভিনয় সচরাচর মেলে না। পুরো টিমকে সাধুবাদ। ছবিটি নতুন বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, অথচ আমার তর সইছে না। মৃণাল সেন নির্মিত ‘পদাতিক’ মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালে। সেই একই নামে তার বায়োপিক নির্মাণ করছেন সৃজিত মুখার্জি। এই সিনেমায় মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার মনামী ঘোষ।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park