69 বার পঠিত
বলিউডের নামজাদা অভিনেত্রী আলিয়া ভাট। যাকে বলা হয় সবচেয়ে সচেতন নায়িকা। অভিনয় থেকে শুরু করে, সিনেমা বাছাই এমনকি ব্যক্তি থেকে সংসার জীবনে সচেতনতার জন্য বেশ সুনাম তার। এদিকে তিনি কিশোরী বয়স থেকেই রণবীর কাপুরের জন্য পাগল! সেই রণবীরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়াটা স্বপ্নের চেয়ে কিছু কম ছিল না আলিয়ার কাছে! তারকা মনে করে যাকে স্বপ্ন দেখতেন, এখন তার সঙ্গেই ঘর করছেন বলিউডের ‘গাঙ্গু’। তবে সমপ্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী গোপন কথা প্রকাশ করেছেন। স্বীকার করেছেন, রণবীরের আগে তার মন কেড়েছিলেন বলিউডের আরও এক ব্যক্তিত্ব। তিনি হলেন বলিউডের ‘জাওয়ান’ শাহরুখ খান। আলিয়া জানান, কিশোরী বয়সে প্রথম ভালোলাগা ছিল শাহরুখই।দু’জনের মধ্যে বয়সের পার্থক্য অনেকটাই। ফলে আলিয়া যখন কিশোরী, শাহরুখ তখন রুপালি পর্দার মধ্যগগনে। শাহরুখের ম্যাজিকেই প্রথম মজেছিল আলিয়ার কিশোরী মন। পরবর্তীতে অবশ্য তার ভালো লাগে রণবীর কাপুরকে। কিন্তু সেই ভালোলাগা যে প্রেম ও তারপরে সাত পাকে বাঁধা পড়বে তা আলিয়া হয়তো প্রথমে কল্পনাও করেননি। সময় পেরিয়ে, শাহরুখের সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন আলিয়া। ‘ডিয়ার জিন্দেগী’ ছবিতে একে অপরের সঙ্গে কাজ করেছিলেন তারা। সেটিও আলিয়ার কাছে স্বপ্নপূরণের মতোই ছিল। এরপরে, শাহরুখ ও আলিয়ার যৌথ প্রযোজনায় মুক্তি পেয়েছিল ‘ডার্লিংস’।