158 বার পঠিত
গাজীপুরে পুলিশের গুলিতে আহত শ্রমিকের মৃত্যু জেরে যমুনা গ্রুপের একটি ঝুটের গুদাম ও সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন লিমিটেড নামে এক পোশাক কারখানায় আগুন দিয়েছে শ্রমিকরা। তাৎক্ষণিকভাবে যমুনা গ্রুপের ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও এবিএম ফ্যাশন লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে।সোমবার (৩০ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে কারখানার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেন তারা।
পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানিয়েছে, বিকেলের দিকে একজন শ্রমিক মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা আবার বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা গাজীপুর ডিবিএল ফায়ার সার্ভিসের একটি গাড়িও ভাঙচুর করেন। এরপর আন্দোলনরত শ্রমিকরা প্রথমে যমুনা ফ্যাশনে আগুন দেন। সেটি নিয়ন্ত্রণে এসেছে। এরপর কোনাবাড়ী থানা সংলগ্ন এবিএম ফ্যাশন লিমিটেড কারখানায় শ্রমিকরা ভাঙচুর করার পর আগুন দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে শুরু করে।
গাজীপুর কোনাবাড়ী থানার ওসি একেএম আশরাফ উদ্দিন জানান, উত্তেজিত শ্রমিকরা প্রথমে যমুনা ফ্যাশনে আগুন দেন, পরে এবিএম ফ্যাশনে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
গাজীপুর সারাবো ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. তাশারফ হোসেন জানান, খবর পেয়ে ডিবিএল ও সরাবো ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে।
এদিকে, গাজীপুরের বাসন থানা এলাকায় বেতন ভাতা বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের করা আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন রাসেল হাওলাদার (২৬) নামে ডিজাইন এক্সপ্রেস লিমিটেডের এক ইলেকট্রিশিয়ান। পরে চিকিৎধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) বেলা ১২টার দিকে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় কলম্বিয়া পোশাক কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে। বেলা সাড়ে ৩টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রাসেল ঝালকাঠির সদর উপজেলার খাগুটিয়া গ্রামের হান্নান হাওলাদারের ছেলে রাসেল। বর্তমানে গাজীপুর বাসন মালেকের বাড়ি এলাকায় একটি মেসে থাকতেন।