1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
গলাচিপা আনন্দ উৎসবে সমবায় দিবস পালিত - দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:১৯ অপরাহ্ন

গলাচিপা আনন্দ উৎসবে সমবায় দিবস পালিত

মোঃ জহিরুল ইসলাম চয়ন
  • প্রকাশ শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

 41 বার পঠিত

“সমবায়ে গরছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যের আলোকে গলাচিপা উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর এর যৌথ আয়োজনে উপজেলার সকল সমবায়ী নারী পুরুষ জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সুধী ও গণমাধ্যম কর্মী দের নিয়ে ৪ঠা নভেম্বর জাতীয় সমবায় দিবসের শুভ সূচনায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে ব্যানার প্লেকার্ড শোভাকারে এক বর্ণাঢ্য রেলি মিছিল অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে মাননীয় জাতীয় সংসদ সদস্য পটুয়াখালী ১১৩ (৩) আসনের জনপ্রিয় নেতা এস এম শাহজাদা প্রধান অতিথি হিসেবে দিবসের শুভ সূচনা রেলি করে প্রধান অতিথি হিসেবে সমবায়ীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

আলোচনা ও সনদ বিতরণ অনুষ্ঠানে দক্ষ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরকারি কমিশনার (ভূমি) মোঃ নাসিম রেজা, উপ স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, কৃষি অফিসার আরজু আক্তার, ইউ সি সি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সজল দাস।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন ও সমবায়রা। আলোচনা শেষে পাঁচ (৫) জন সমবায়িদের কাজের জন্য বিভিন্ন সাফল্য লাভ করায় সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে, বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ কামরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাহবুব হাসান শিবলী।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park