1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
গলাচিপায় স্ত্রী'র স্বিকৃতির দাবীতে ঘন্টা ব্যাপী  মানববন্ধন  - দৈনিক দেশেরকথা
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম পটুয়াখালী-৩ ( গলাচিপা-দশমিনা) আসন থেকেই নির্বাচন করবেন- গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক  ভিপি নূর বেরোবির বঙ্গবন্ধু হলে অবৈধ শিক্ষার্থী অপসারণে প্রভোস্ট বডির অভিযান ; ১১৫ আসন ফাঁকা  সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৪ জেলের কারাদণ্ড অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা চার স্তরের নিরাপত্তায় ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ি মেলা যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচনের দাবী জামায়াত নেতৃবৃন্দের যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  কিশোরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান বেরোবিতে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ, ৭২ ছাত্রলীগ কর্মীর নামে মামলা  ভরনণপোষণের প্রতিশ্রুতি দিয়ে প্রতিবন্ধীর জমি আত্মসাত  এনআইবি ডিজি নিয়োগে জটিলতার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

গলাচিপায় স্ত্রী’র স্বিকৃতির দাবীতে ঘন্টা ব্যাপী  মানববন্ধন 

মোঃ জহিরুল ইসলাম চয়ন
  • প্রকাশ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

 67 বার পঠিত

পটুয়াখালীর গলাচিপায় স্ত্রী’র স্বিকৃতির দাবীতে বাংলাদেশ পূ্জা উদযাপন পরিষদের আয়োজনে কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরের সামনে ২৪ এপ্রিল বুধবার বেলা ১১ টার দিকে অনূপম ভূূইয়াঁ ও অন্তরা রানী শীলের পারিবারিক ও সামাজিক স্বিকৃতির দাবিতে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সকাল থেকেই  গলাচিপা উপজেলা পারিষদের চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আ’লীগের সভাপতি হাজী মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ আলম সরদার, বাংলাদেশ পূজাঁ উদযাপন কমিটির গলাচিপা শাখার সভাপতি গোপাল সাহা, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ও জনকণ্ঠ পত্রিকার সিনিয়র সাংবাদিক শংকর লাল দাস সহ বিভিন্ন শ্রেনীর জনসাধারণ, নারী পুরুষ, বৃদ্ধ শিক্ষক, ছাত্র -ছাত্রী, বিভিন্ন সাংবাদিক বৃন্দরা ন্যায় বিচারের দাবীতে মানববন্ধনে অংশ গ্রহন করেন।

ঘটনা সূত্রে জানা যায়, গলাচিপা পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অরুন ভূূইয়াঁর ছেলে অনুপম ভূূইয়াঁর সাথে বরিশাল কাশিপুর এলাকার কৃষ্ণ চন্দ্র শীল এর মেয়ে অন্তরার সাথে গলাচিপায় মামা বাড়ি থাকা কালিন প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘ আট বছর সম্পর্কের টানে অনুপম ও অন্তরার সিদ্ধান্তে বরিশাল শহরের একটি মন্দিরে শাখা সিঁদুর পরিয়ে ধর্মীয় নিতি অনুসারে বিয়ে সম্পন্ন করে অনুপম ভূূইয়াঁ। বিষয়টি উভয় পরিবারের মাঝে জানা জানি হলেও আস্তে আস্তে গা ঢাকা দেয় প্রতারক অনুপম ভূূইয়াঁ ও তার পরিবার।

এক পর্যায়ে অন্তরা রানী স্বামীর অধিকার নিয়ে গত বৃহস্পতিবার অনুপম ভূূইয়াঁ বাড়িতে আসলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় অন্তরা শীল এর শশুর অরুন ভূূইয়াঁ। সে থেকেই প্রায় নয় দিন পারিবারিক ও সামাজিক ভাবে স্বামীর অধিকার ও স্ত্রী’র দাবীতে অমরণ অনশন শুরু করে। এতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় বৈতে শুরু করলে এগিয়ে আসে সুশীল সামাজের নাগরিগ।

একে একে  অন্তরার পাশে গিয়ে এসে এ মানববন্ধনের কর্মসূচী গ্রহন করে বলে ভূক্তভোগী পরিবাররা জানান। জানান, আগামি তিন দিনের মধ্যে কোন সমাধান না হলে কঠিন কর্মসূচী গ্রহন করা হবে বলে জানান বাংলাদেশ পূ্জা উদযাপন গলাচিপা শাখা কমিটির নেতৃবৃন্দ। 

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park