1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
গলাচিপায় সংসদ সদস্য  দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ। - দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন

গলাচিপায় সংসদ সদস্য  দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ।

মোঃ জহিরুল ইসলাম চয়ন
  • প্রকাশ বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

 83 বার পঠিত

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের গরীব অসহায় মানুষের কল্যাণে বিশ্বে আজ সমাদৃত। গতকাল গলাচিপা উপজেলার চল্লিশটি অসহায় পরিবারদের মাঝে (৮০) বান ঢেউটিন এবং প্রত্যেক পরিবারকে ৬ হাজার টাকা গৃহ মেরামত বাবদ ২ লক্ষ ৪০ হাজার নগদ অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে গলাচিপা-দশমিনা পটুয়াখালী ১১৩ (৩) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা এস, এম, শাহজাদা বিতরণকালে প্রধান অতিথি তিনি এ কথা বলেন। গতকাল বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান জননেতা মোঃ শাহিন শাহ। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরূনবী, কৃষি অফিসার আরজু আকতার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাছিম রেজা পি আই ও খোকন চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন,আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান বাবুল ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, মোঃ কাওসার তালুকদার, মোফাজ্জেল হোসেন মাসুদ ও ফিরোজ আলম, কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সভাপতি বাবু দিলীপ কুমার বনিক ও বনিক সমিতির সাধারণ সম্পাদক তাপস কুমার দত্ত প্রমুখ। উল্লেখ্য যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২২-২৩ অর্থবছরের প্রধানমন্ত্রীর সহায়তা থেকে এমপির বরাদ্দকৃত এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিগণ গণমাধ্যম কর্মী সাংবাদিকবৃন্দ ও সরকারি কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park