1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
গলাচিপায় মুঃ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি কমপ্লেক্সের শুভ উদ্বোধন।  - দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম বাংলাদেশের জনগণ ও ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি লালপুরে মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস পালন বিএনপির নাম দিয়ে কেউ কোন অন্যায় কাজ করবেন না : নাজমুল করিম জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ‘পাওয়ার অব অ্যাটর্নি’ নিয়ে অন্তর্বর্তী সরকারের নতুন সিদ্ধান্ত ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা ৫০ বছরের মধ্যেও সন্দ্বীপের সঙ্গে নিরাপদ যোগাযোগ গড়ে না ওঠা লজ্জার: প্রধান উপদেষ্টা কিশোরগঞ্জে নববধূর স্পর্শকাতর স্থানে মলম লাগায় স্বাস্থ্যকর্মী আটক ঈদে ট্রেন যাত্রা শুরু আজ শেখ হাসিনার মতোই একাত্তরে নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গিয়েছিলেন শেখ মুজিব

গলাচিপায় মুঃ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি কমপ্লেক্সের শুভ উদ্বোধন। 

মোহাম্মদ জহিরুল ইসলাম চয়ন
  • প্রকাশ শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

 62 বার পঠিত

পটুয়াখালী প্রতিনিধি>”যে মানুষ এবং মানবিক মূল্যবোধ নিয়ে দেশ ও দশের মঙ্গলের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ, দাতব্য চিকিৎসালয় স্থাপন করে, সে ব্যাক্তি অবিস্মরণীয় হয়ে থাকে যুগ যুগান্তরে”।

দেশের সর্বদক্ষিণের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ১৯৫০ দশকের শিক্ষা বিস্তারের সর্বজন স্বীকৃত পন্ডিত ও বিশিষ্ট শিক্ষাবিদ ও গলাচিপা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সাবেক ম্যাজিস্ট্রেট প্রয়াত মুঃ ইউসুফ মিয়া ও তাঁর স্ত্রী জাহানারা ইউসুফ এর স্মরণে মুঃ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি কমপ্লেক্স, মসজিদ আল ইউসুফ, স্বাস্থ্য সেবা কেন্দ্র (আলভি ভিশন) ও সাইফ ভবন গ্রানাডা একাডেমীর শুভ উদ্বোধন করলেন, কৃতিমান ছাত্র ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, সাবেক সচিব ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা।

অপর প্রকৃতিমান ছাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক (অবঃ) ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আবদুল লতিফ মাসুম। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গলাচিপার হরিদেবপুর এলাকায় বিকাল ৪ ঘটিকায় মুহম্মদ ইউসুফ মিয়া ও জাহানারা স্মৃতি কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা অব্যবস্থাপনা পরিচালক মরহুম ইউসুফ মিয়ার ২য় পুত্র বিশিষ্ট কৃষিবিদ মুর্তজা সাইফুল আলম জাকির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, বিশেষ অতিথি ও প্রধান বক্তা ছিলেন প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম, এডভোকেট মোঃ গোলাম মোস্তফা, উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, গলাচিপা উপজেলা জামায়াত আমীর ডাঃ জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি ও কলামিস্ট মুঃ খালিদ হোসেন মিল্টন প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ সুধি ও মরহুম ইউসুফ স্যারের কৃতি ছাত্র-শিক্ষক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ মুঃ ইউসুফ মিয়ার শিক্ষা জীবনের স্মৃতিচারন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয় এবং কোমলমতি শিক্ষার্থীদের স্কুল ড্রেসসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে ইউসুফ জাহানারা কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে ইছালে সওয়াব ও ওয়াজ মাহফিল, দোয়া মুনাজাত পরিচালনা করেন ছারছীনা দরবার শরীফের ছোট হুজুর হযরত মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী এবং মাওলানা জাফর আহমেদ, ইমাম ও খতিব বায়তুশ শরিফ মসজিদ ঢাকাসহ স্থানীয় ওলামায়ে কেরামবৃন্দ।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park