1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
গলাচিপায় নোঙর এর আয়োজনে বিশ্ব নদী দিবস উপলক্ষে রামনাবাদ নদী পরিভ্রমণ ও র‍্যালী অনুষ্ঠিত। - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম সচিবালয়ে আগুন, তদন্ত কমিটি গঠন পাবনায় বাস-অটোভ্যান সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের গলাচিপায় কচ্ছপ পাচারের সময় ১ নারী আটক খাগড়াছড়ি বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী   কটিয়াদীতে জাতীয় নাগরিক কমিটির শ্রদ্ধা নিবেদন কিশোরগঞ্জে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারে সংবর্ধনা বিজয় দিবসে ইবি পাঠকবন্ধুর শ্রদ্ধাঞ্জলী নিবেদন জাতীয় স্মৃতিসৌধে -শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে  বিএনপির মোমবাতি প্রজ্জ্বলন  কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

গলাচিপায় নোঙর এর আয়োজনে বিশ্ব নদী দিবস উপলক্ষে রামনাবাদ নদী পরিভ্রমণ ও র‍্যালী অনুষ্ঠিত।

মোঃ জহিরুল ইসলাম চয়ন
  • প্রকাশ বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

 67 বার পঠিত

বিশ্ব নদী দিবস উপলক্ষে গলাচিপা উপজেলার  নোঙর কমিটির আয়োজনে ২৫ সেপ্ল বুধবার বিকাল ৩ টার দিকে সমুদ্র উপকূলীয় রামনাবাদ নদী পরিভ্রমণ ও  জন সচেতনতা বৃদ্ধির লক্ষে র‍্যালী অনুষ্ঠিত হয়। নদী ভ্রমন ও র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ নাছিম রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য  কার্মকর্তা মোঃ জহিরুন্নবী, গলাচিপা থানার ওসি মোঃ আসাদুর রহমান,

কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মাঈনুল শিকদার,

গলাচিপা নোঙর কমিটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক- কলামিস্ট মু. খালিদ হোসেন মিল্টন, সাধারণ সম্পাদক সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক, মোঃ সোহাগ রহমান, উপজেলা বেইজ বেল্ড প্রাইভেট হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ তালাল আহমেদ মিয়া, এছাড়া নোঙর কমির সদস্য সাংবাদিক, শিশির রঞ্জন হাওলাদার, মাজাহারুল ইসলাম মলি, সহ বিভিন্ন সংবাদ কর্মীবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।

এসময়ে প্রধান অতিথি মু. নাসিম রেজে বলেন, নদী ও পরিবেশ সংগঠন নোঙর দেশে ব্যাপী নদী নিরাপত্যায় নদী দূষণ, নদী দখলের বিষয় নিয়ে সামাজিক জনসচেতনতায় কাজ করে আসছে। এর’ই ধারাবাহিতায় গলাচিপা উপজেলার   নোঙর কমিটির আয়োজনে বিশ্ব নদী দিবস কে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। এছাড়া বর্তমান সরকার নদী সূ রক্ষা, নদী পরিচ্ছন্নতা, নদী দখল নিয়ে ব্যাপকতর কর্মসূচী গ্রহন করেছেন। নদী দখল, সূরক্ষায় ও নদী নিরাপত্তা নিশ্চিত করতে নোঙর সংগঠন কে সার্বিকভাবে সহায়তা করা হবে। তবে, নদী রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসার আহবান জানান।

এদিকে এক প্রেস রিলিস এর মাধ্যমে নোঙর বাংলাদেশ সংগঠন এর প্রতিষ্ঠিাতা সভাপতি ও পরিবেশবীদ সুমন সামস, পটুয়াখালী গলাচিপা উপজেলা শাখার নোঙর কমিটির বিশ্ব নদী দিবস উপলক্ষে রামনাবাদ নদী পরিভ্রমণকে সাধুবাদ জানান, এবং আমন্ত্রিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সকল সূধীজনদের শুভেচ্ছা ও নদী সূরক্ষায় এগিয়ে আসার আহবান জানান।

উল্লেখ্য, প্রতিবছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার দিবসটি পালন করা হলেও প্রাকৃতিক দূর্যোগের কারনে বিভিন্ন সংগঠন সুবিধা অনুযায়ী বিশ্ব নদী দিবস পালন করছেন। এবারের প্রতিপাদ্য ‘রাইটস অব রিভার’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। সরকারি-বেসরকারি পর্যায়ে আয়োজন বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park