31 বার পঠিত
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চর কপালবেড়া এলাকায় ডাকাত দলের হামলার ঘটনা ঘটে এতে ৫ জন আহত।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ঘটনাটি ঘটে চরকাজল ইউনিয়নের ৮ নম্বর ওয়র্ডের উত্তর চর কপালবেড়া এলাকায়। গত ২ রা সেপ্টেম্বর সোমবার রাত ১১ টার দিকে একটি ডাকাত দল বাজারে কাপড়ের দোকানে ডাকাতি করতে গেলে ওই সময় ডাকাত কর্তৃক হামলার ঘটনা ঘটে। এতে করে দোকানের নগদ অর্থ সহ দোকানে থাকা কাপড় নিয়ে যায়। হামলায় আহৌতরা হলেন মোঃ মোহাম্মদ আলী, মোঃ শেখ ফরিদ, মোঃ রাসেল হাওলাদার, মোঃ শামসুদ্দিন মাঝি, ও মোঃ বেল্লাল। চিহ্নিত ডাকাতরা হলেন মোঃ বাদশা সিকদার, মোকলেছ মোল্লা, মামুন সিকদার, হারুন সিকদার, রাকিব সিকদার, শরিফ সিকদার, সজীব সিকদার, মোঃ শাহাবুদ্দিন, ও সালাউদ্দিন সহ অজ্ঞাত নামা আরো কয়েকজন। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা শেষে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী মোহাম্মদ আলীর ছেলে সজীব জানান মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম খান এর কাছে জানতে চাইলে তিনি জানান এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।