78 বার পঠিত
সরাসরি কৃষকের মাধ্যমে উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে বিক্রয়ের জন্য গলাচিপা প্রশাসনের ব্যবস্থাপনায়, ২ ডিসেম্বর সকালে শুরু হয়েছে টোল ও খাজনা ফ্রি সবজি বাজার।
গলাচিপা অফিসার্স ক্লাব মাঠে গলাচিপা উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় শুরু হওয়া এ কাঁচাবাজার শুভ উদ্ভোধন করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মিজানুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বর্তমানে সবজির যে দাম তাতে মধ্যবৃত্ত এবং নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে,আমরা বিভিন্ন কৃষকের সাথে কথা বলেছি তারা সরাসরি তাদের উৎপাদিত পন্য এখানে বিক্রি করবে। তাদের দোকান ভাড়া দিতে হবেনা, তাদের পন্য পরিবহনের ব্যাবস্থা করা হবে ও খাজনা দিতে হবেনা। এতে করে ভোক্তা বাজারের থেকে অনেক সাশ্রয়ী মূল্যে সবজি কিনতে পারবে”। সময় অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, সদর ইউনিয়নের চেয়ারম্যান, জনাব জাহাঙ্গীর হোসেন টিটু,
প্রেস ক্লাবের সভাপতি, মো. খালিদ হোসেন মিল্টন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডা. হাফিজ উল্লাহ,বিশিষ্ট ব্যাবসায়ী হাজী মনির হোসেনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এদিকে বিভিন্ন ক্রেতার সাথে কথা বলে জানা যায়, উপজেলা প্রশাসনের এ উদ্দোগকে স্বাগত জানায় তারা এবং বাজারের চেয়ে কম মূল্যে সবজি কিনতে পেরে উপজেলা প্রশাসকে ধন্যবাদ জানায়।