1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গলাচিপায় ইউনিয়ন বিএনপি'র নতুন অফিস কার্যায়ল উদ্বোধন উপলক্ষে সমাবেশ দুই- গ্রুপ মুখোমুখি । - দৈনিক দেশেরকথা
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন

গলাচিপায় ইউনিয়ন বিএনপি’র নতুন অফিস কার্যায়ল উদ্বোধন উপলক্ষে সমাবেশ দুই- গ্রুপ মুখোমুখি ।

মোঃ জহিরুল ইসলাম চয়ন
  • প্রকাশ শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

 26 বার পঠিত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপার চিকনিকান্দী ইউনিয়নে বাংলালদেশ জাতীয়তা বাদী বিএনপি চিকনিকান্দী ইউনিয়ন শাখার নব- নির্মিত অফিস কার্যায়ল উদ্বোধন উপলক্ষে বিএনপি’র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ হাসান মামুন এর সমর্থনে ২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩ টার সময়ে চিকনিকান্দী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অপর দিকে সাবেক চিকনিকান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খানের নেতৃত্বে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা জোড় হতে শুরু করলে দেখা দেয় দুই’ গ্রুপের মধ্যে বিপত্তি। 

এছাড়া বিএনপি’র কেন্দ্রীয় নেতা হাসান মামুন এবং সাবেক এমপি ও গলাচিপা উপজেলার সাবেক সভাপতি মরহুম শাহজান খান এর স্বরণ এবং শিপলু খানের সহ দলীয় নেতা কর্মীদের সমর্থনে দলে দলে সভাস্থলে জোড় হতে দেখা যায়।

দু গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

পরে, শান্তিপূর্ণ ভাবে বিএনপি’র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ হাসান মামুন এর সমর্থনে চিকনিকান্দী ইউনিয়ন শাখার বিএনপি’র নতুন কার্যায়ল শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন,কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র জয়েন্ট সেক্রেটারি এডঃ জাহিদুল ইসলাম বাবুল, বিশেষ অতিথি, আফজাল হোসেন আরিফ, গলাচিপা বিএনপি’র সহ-সভাপতি চিকনিকান্দী ইউনিয়নের সভাপতি ইদ্রিস হাওলাদার, সাধারন সম্পাদক বশির কাজী, চিকনিকান্দী ইউনিয়ন বিএনপি’র সহ -সভাপতি মোঃ হাফেজ জোম্মাদার সহ অঙ্গসংগঠন গঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময়ে প্রায় দুই হাজার জনসাধারণ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সাজ্জাদুর রহমান লিমন,সাংগঠনিক সম্পাদক, চিকনিকানদী ইউনিয়ন বিএনপি।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park