169 বার পঠিত
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১ টা ইউ এন ও অফিস কার্যালয়ে এক বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন-শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মারজিয়া নিতু। সভায় আইন-শৃঙ্খলা মাদক, ডেঙ্গু প্রকোপ বাজারের খাদ্য-পন্যের উর্ধ্বগতি ও অসাধু মজুদ ব্যবসায়ী সিন্ডিকেট ও পাবলিক পরীক্ষা নিয়ে সবাই নানা প্রস্তাবনা নিয়ে বক্তব্য রাখেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী মিসেস সালমা ওয়াহিদ, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, পৌরসভার প্যানেল মেয়র সুশীল কুমার বিশ্বাস,গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, চরবিশ্বাসী ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, পানপট্টি চেয়ারম্যান মাসুদ মিয়া সহ বিভিন্ন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানগণ।বক্তরা উপজেলার সকল পূজা মন্ডপে প্রতিমা বিগ্রহ নির্মাণ বিষয়ে মন্দিরের নিরাপত্তা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সার্বিকভাবে উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকায় বক্তারা সন্তোষ প্রকাশ করেন।