1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
গরমের জ্বালায় এবার সূর্যের বিরুদ্ধে মামলা - দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যেগে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন।  বাগেরহাটের মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন  অভিযোজন প্রকল্পের অবহিতকরণ আজ ৭ই জুন,ঐতিহাসিক ৬ দফা দিবস। বরিশাল সিটি নির্বাচনে ভোটারদের মাঝে উৎকন্ঠা; ভোট যুদ্ধে হবে হাড্ডাহাড্ডি লড়াই। বানিয়াচং বড় বোনের জন্ম নিবন্ধন দিয়ে ছোট বোনের বিয়ে এবারের বাজেট সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট: কাদের এবার মধ্যবিত্তরা তছনছ হবে খরচের ধাক্কায় ভোলায় তাবলিগ জামায়াতে আসা ১৫ জন মুসল্লিকে নেশাদ্রব্য খাইয়ে টাকা-পয়সা লুট ভারতে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে প্রতিবন্ধী পরিবারে সন্ত্রাসী হামলা, স্বর্ণালঙ্কার লুট ২ প্রতিবন্ধী সহ আহত ৫

গরমের জ্বালায় এবার সূর্যের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

 50 বার পঠিত

গরমের জ্বালায় মানুষের প্রাণ ওষ্ঠাগত। সূর্য যতক্ষণ আকাশে থাকেন, ততক্ষণ পারতপক্ষে ঘরের বাইরে পা-ই রাখতে চাইছেন না কেউ। কিন্তু নিজেকে সামলানোর বদলে, খোদ সূর্যকেই তেজ সামলানোর জন্য রীতিমতো কড়া হুঁশিয়ারি দেন এই ব্যক্তি। এমনকি হাঁটেন আইনি পথেও। আসুন, শুনে নেওয়া যাক তাঁর কাণ্ড।

ক্রমাগত তাপ বাড়াচ্ছে সূর্য। অস্থির হয়ে সরাসরি থানায় গিয়েই নালিশ ঠুকে বসলেন এক ব্যক্তি। তাও আবার খোদ সূর্যের নামেই। তাঁর কাণ্ডে তাজ্জব হয়ে যান পুলিশকর্মীরাও।

ভাবছেন, এমনটাও আবার হয় নাকি? তাহলে খুলেই বলা যাক।

গরমকালে পরিবেশের তাপ বাড়বেই, এ তো আর নতুন কথা নয়। আর দিনের বেলায় রোদের তাপে মানুষের দুর্দশা আরও বাড়ে। তবে সেই অবস্থাকে মুখ বুজে মেনে নিতে রাজি ছিলেন না ওই ব্যক্তি। তবে সম্প্রতি নয়, বছর কয়েক আগে এহেন কাণ্ড ঘটিয়ে বসেন তিনি। শিবপাল সিং যাদব নামের ওই ব্যক্তি শাজাপুর জেলার বাসিন্দা। গরমের জেরে অতিষ্ঠ হয়ে সরাসরি স্থানীয় থানায় গিয়ে হাজির হন এই ব্যক্তি। উপস্থিত আধিকারিকদের জানান, একজনের নামে তিনি এফআইআর দায়ের করতে চান।

ওই ব্যক্তি নিজেও পেশায় আইনজীবী। ফলে একেবারে আইনের ধারা তুলে তিনি জানিয়ে দেন, ক্রিমিনাল কোড মোতাবেক ১৫৪ নম্বর ধারায় অভিযোগ দায়ের করতে চান তিনি। কিন্তু কার নামে যে ওই ব্যক্তি মামলা করতে চান, তা শুনেই পুলিশকর্মীদের আক্কেল গুড়ুম।

ওই ব্যক্তি জানান, সূর্যের অসহ্য তাপের দরুন বিগত এক সপ্তাহ ধরে মানুষ, পশু পাখি সহ সমস্ত জীবন্ত প্রাণীই অসম্ভব শারীরিক ও মানসিক কষ্ট ভোগ করছে। সুতরাং সূর্যের নামেই মামলা রুজু করবেন বলে জানান শিবপাল সিং যাদব।

এহেন পরিস্থিতিতে কী করে পুলিশ? তাদের তরফ থেকে জানানো হয়, অপরাধী ধরাছোঁয়ার মধ্যে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব, কিন্তু এক্ষেত্রে তো তা সম্ভব নয়।

তবে আইন মোতাবেক ওই ব্যক্তির অভিযোগ নিয়ে তাঁকে শান্ত করেন স্থানীয় পুলিশকর্মীরা। তাঁদের সূত্রেই সামনে আসে এই ঘটনা। ব্যক্তির আজব কাণ্ডে হতবাক সকলেই।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park