গবি প্রতিনিধি>সাভারে অবস্থিত গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ৬ টি অনুষদে অনার্স প্রোগ্রামের টিউশন ফি পুনঃনির্ধারণ করা হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) গবির রেজিস্টার এস. তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।
পুনঃনির্ধারণ ফি অনুষদ গুলো হলো ভেটেনারি এন্ড এনিমেল সায়েন্সস ৬ লক্ষ, ফার্মেসি ৫ লক্ষ ৫০ হাজার, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ৩ লক্ষ, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ৩ লক্ষ ৫০ হাজার, ইংরেজি ৩ লক্ষ ও আইন ৩ লক্ষ ২৫ হাজার টাকা।
পূর্বে অনুষদ গুলোর ফি ছিল ভেটেনারি এন্ড এনিমেল সায়েন্সস ৫ লক্ষ, ফার্মেসি ৫ লক্ষ, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ২ লক্ষ ২৫ হাজার, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ৩ লক্ষ, ইংরেজি ২ লক্ষ ৫০ হাজার ও আইন ৩ লক্ষ টাকা।
উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বিভাগীয় প্রধানদের সভার সুপারিশ ও কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এই ৬ অনুষদের অনার্স প্রোগ্রামের ফি পুনঃর্নির্ধারণ করা হয়েছে। যা আগামী অক্টোবর ২০২২ সেমিস্টার থেকে কার্যকর হবে।
যোগাযোগ: ০১৭৮৩০৭৫১০০