33 বার পঠিত
গণ বিশ্ববিদ্যালয় (গবি) এর ফার্মেসি বিভাগের নব নিযুক্ত বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ খালেকুজ্জামানকে বিভাগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) অ্যাকাডেমিক ভবনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক রোজিনা পারুল, সিনিয়র প্রভাষক মাহাফুজা খাতুন, সিনিয়র প্রভাষক এ. এফ.এম. মাহামুদুল ইসলাম আশিক, সিনিয়র প্রভাষক আবদুর রউফ, প্রভাষক অনন্ত কুমার দাস, প্রভাষক তানিয়া আহমদ , প্রভাষক গোলাম মোস্তফাসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দু।
ফার্মেসী বিভাগের শিক্ষার্থী আসিফ বলেন, স্যার ফার্মেসী বিভাগে অনেক আগে থেকেই আছেন। তিনি ভালো ভাবে জানেন কিভাবে একটি বিভাগ পরিচালনা করতে হয় এবং আমরাও খুবই আশাবাদী। আমাদের নতুন বিভাগীয় প্রধানের মাধ্যমে বিভাগের আগের চিরচেনা সুনাম ফিরে পাবো
সহকারী অধ্যাপক মোঃ খালেকুজ্জামান বলেন, এ বিভাগটিতে আমি যোগদান করেছি ২০১২ সালের ১ সেপ্টেম্বর। সেই হিসেবে ১০ বছরের বেশি সময় পার হয়ে গিয়েছে গণ বিশ্ববিদ্যালয়ের এই বিভাগে। আজকের এই বিশেষ দিনটিতে কিছু বিশেষ ব্যক্তিকে মনে করতে চাইছি তার মধ্যে অন্যতম অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. গোলাম মোহাম্মদ। তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি।
তিনি আরো বলেন, ফার্মেসি বিভাগ একটা পরিবার এ পরিবারে সবার ভূমিকা সমান। বিভাগের কল্যাণে সবাইকে একসাথে কাজ করতে হবে। “আমরাও পারি” এই মূল মন্ত্রকে ধারণ করে সকল শিক্ষার্থীদের চ্যালেঞ্জ নেওয়ার আহ্বান জানান।
এর আগে, ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত
অফিস আদেশে জানানো হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সহকারী অধ্যাপক মোঃ খালেকুজ্জামানকে গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করা হলো। এ আদেশ ১৪/১১/২০২২ইং তারিখ থেকে কার্যকর হবে।
উল্লেখ, সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিলয় কুমার দের দায়িত্ব থেকে অব্যাহতির পর তিনি ফার্মেসি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান হিসাবে দ্বায়িত্ব পালন করে আসছিলেন।