1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
  3. mdtanjilsarder@gmail.com : Tanjil News : Tanjil Sarder
গত ১৫ দিনে দেশে রেমিটেন্স এলো ১০০ কোটি ডলার - দৈনিক দেশেরকথা
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৪ অপরাহ্ন

গত ১৫ দিনে দেশে রেমিটেন্স এলো ১০০ কোটি ডলার

নিউজ ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

 103 বার পঠিত

এবছরের চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ৮৬ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার কোটি টাকার সমান ।

রেমিট্যান্সের এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এ মাসের পুরো সময়ে আয়ের পরিমাণ ২২ হাজার কোটি টাকা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উক্ত দেশে আসা রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৫ লাখ মার্কিন ডলার এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৮৪ কোটি ৮৩ লাখ মার্কিন ডলার।

বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪ লাখ মার্কিন ডলার ও একটি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৬৪ লাখ মার্কিন ডলার।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের ১৫ দিনে দেশে মোট রেমিট্যান্সের পরিমাণ ১০০ কোটি ৮৬ লাখ ডলার। প্রতি ডলার ১০৮ টাকা হারে হিসাব করলে টাকায় এর পরিমাণ হয় প্রায় ১০ হাজার ৮৯৩ কোটি টাকা। ‍

ইতিপূর্বে জুলাই-আগস্টে দেশে রেমিট্যান্স এসেছিল চার বিলিয়ন ডলারেরও বেশি। আগস্টে এসেছিল ২০৩ কোটি ৭৮ লাখ বা ২ দশমিক ০৩ বিলিয়ন ডলার এবং জুলাইতে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ বা ২ দশমিক ০৯ বিলিয়ন ডলার।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park